নওগাঁর একটি দোকান থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার, দোকানি গ্রেপ্তার

নওগাঁর নওহাটা এলাকা থেকে উদ্ধার করা ককটেল সদৃশ বস্তু
ছবি: সংগৃহীত

নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা বাজার এলাকায় ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে সেখানকার একটি দোকান থেকে এগুলো উদ্ধার করে সেনাবাহিনীর একটি দল।

এ ঘটনায় নওগাঁ সদর থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আবদুল বাকিদ ওরফে পাভেল (৪০) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

নওগাঁ সদর থানা সূত্রে জানা যায়, নওগাঁর নওহাটা বাজারে আবদুল বাকিদের দোকানে ককটেল রয়েছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল আজ বিকেল ৪টার দিকে সেখানে অভিযান চালায়। পরে ওই দোকান থেকে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করে সেনাবাহিনী। এ ছাড়া ওই দোকান থেকে তিনটি চাকুও উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ককটেলগুলো নওগাঁ সদর থানা-পুলিশের কাছে জমা দিয়েছে সেনাবাহিনী। দোকানের মালিক আবদুল বাকিদকে গ্রেপ্তার করা হয়েছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীর একটি দল তাঁদের কাছে ককটেলসদৃশ বস্তু তিনটি জমা দিয়েছে। এগুলো ককটেল না অন্য কিছু, তা পরীক্ষার জন্য পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে ডাকা হয়েছে। বিস্ফোরক হলে এগুলোকে নিষ্ক্রিয় করা হবে।