আলমডাঙ্গায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে (২২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে পৌর এলাকার গোবিন্দপুরে এ ঘটনা ঘটে।
নিহত আল ইমরান আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুরের জুড়ন আলীর ছেলে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান লালন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমরান খুনের ঘটনায় সরাসরি দুজন অংশ নেন। দুজনই ইমরানের পূর্ব পরিচিত। হামলাকারীদের নাম-পরিচয় জানা গেছে। তাঁদের ধরতে অভিযান চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য নিয়ে আওয়ামী লীগের অন্য একটি সহযোগী সংগঠনের স্থানীয় এক নেতার সঙ্গে আল-ইমরানের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে আল–ইমরান আলমডাঙ্গা শহর থেকে গোবিন্দপুর এলাকার বাড়িতে ফিরছিলেন। গোবিন্দপুর এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া দুই যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি ক্লিনিকে ভর্তি করেন। পরে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টায় তাঁর মৃত্যু হয়।