চট্টগ্রামে বিদেশি মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক

আটক দুলাল জমাদ্দারছবি–সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী এক যাত্রীর কাছ থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা জব্দ করেছেন কর্মকর্তারা। আজ মঙ্গলবার সকালে ইউএস বাংলা এয়ারলাইনসে এ ঘটনা ঘটে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার পথে দুলাল জমাদ্দার নামে ওই যাত্রীর গতিবিধি সন্দেহ হয় উড়োজাহাজের কর্মীদের। এরপর ইউএস বাংলা কর্তৃপক্ষ তাঁকে লাগেজসহ বিমানবন্দরের নিরাপত্তা শাখায় হস্তান্তর করেন। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁর কাছ থেকে বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল পাওয়া যায়। বাংলাদেশি টাকায় এসব বিদেশি মুদ্রা ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা সমমূল্যের। আটক যাত্রীকে কাস্টমস কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে। এই যাত্রীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।