মির্জাপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

টাঙ্গাইল জেলার মানচিত্র

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে রিয়াজ খান (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহত ব্যক্তির ভাই ছানোয়ার খান, ছানোয়ারের স্ত্রী মমতা ও তাঁর পুত্রবধূ আঁখি আক্তারকে আটক করেছে।

এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে এ নিয়ে রিয়াজ খান ও তাঁর ভাতিজা রুবেল খানের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রুবেল তাঁর চাচাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকেন। এ সময় তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ থানায় নিয়ে আসে।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহ উদ্দিন বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। আজ দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। ঘটনার পর থেকে রুবেল খান পলাতক আছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।