ফেনীতে বিএনপি-জামায়াতের আরও ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

গ্রেপ্তারপ্রতীকী ছবি

ফেনীতে বিএনপি-জামায়াতের আরও চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত থেকে গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে তিনজন বিএনপি নেতা-কর্মী এবং একজন জামায়াত কর্মী রয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে ফেনী সদর মডেল থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় গত এক সপ্তাহে মোট ৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নেতা-কর্মীদের গ্রেপ্তারে ঘটনায় নিন্দা জানিয়ে ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন প্রথম আলোকে জানান, এজাহারে নাম না থাকা সত্ত্বেও গত কয়েক দিনে তাদের দলের শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বিচারে সারা জেলায় গ্রেপ্তার অভিযান চলছে। কাউকে কাউকে অন্যান্য মামলায়ও গ্রেপ্তার দেখানো হচ্ছে। পুলিশের অভিযানের কারণে কোনো নেতা-কর্মী নিজের বাড়িতে বা ঘরে থাকতে পারছেন না।

এ বিষয়ে ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. এমরান হোসেন বলেন, নাশকতার ২ মামলায় গ্রেপ্তার ৭৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।