পুকুরে ভাসছিল বিক্রয় প্রতিনিধির লাশ

লাশ
প্রতীকী ছবি

খুলনার কয়রায় একটি পুকুর থেকে ইউনিলিভার বাংলাদেশের এক বিক্রয় প্রতিনিধির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর সরকারি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম সাগর সাহা (৩০)। তিনি পাইকগাছা উপজেলার নাছিরপুর গ্রামের শঙ্কর সাহার ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর সরকারি পুকুরের ইজারাদার মোশারফ হোসেন লাশ ভাসতে দেখেন। পরে কয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় তাঁর পরনে কালো রংয়ের প্যান্ট ও শার্ট ছিল। সুরতহালে ওই যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন এবং পেটের মধ্যে পানি পাওয়া যায়নি। হত্যার পর তাঁর লাশ পুকুরে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ইউনিলিভার বাংলাদেশের কয়রা উপজেলা অঞ্চলের গাড়িচালক মো. মিজানুর রহমান বলেন, ‘সাগর সাহা ইউনিলিভার বাংলাদেশের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা দুজন কয়রার বিভিন্ন দোকানে কোম্পানির পণ্য সরবরাহ করেছি। সন্ধ্যা ৭টার দিকে তিনি উপজেলার ইসলামপুর গ্রামের চৌরাস্তার মোড়ে গাড়ি থেকে নেমে আমাকে স্থানীয় কয়েকটি দোকানে বিভিন্ন পণ্য পৌঁছে দিতে বলেন। এর দুই ঘণ্টা পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাই। আশপাশের দোকানগুলোতে খোঁজ নিয়েও কোনো সন্ধান পাইনি। আজ সকালে তাঁর লাশ উদ্ধার হয়েছে।’

প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মিজানুর রহমান, ওসি, কয়রা থানা

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’