নাটোরে প্রহরীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে তিনটি ট্রান্সফরমার চুরি
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গভীর রাতে নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুরুমশৈল চিনিডাঙ্গার বিলে এ ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে গুরুমশৈল বিলে সহিরউদ্দিন মোল্লার গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করতে যায় চোর চক্র। এ সময় তারা নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে। নিরাপত্তা প্রহরী বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে। সকালে লোকজন মাঠে গিয়ে ওই প্রহরীকে উদ্ধার করেন। ঘটনা জানাজানি হলে আজ রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সহিরউদ্দিনের ছেলে মো. মেমন বলেন, ‘এর আগে এই বিল থেকে ৭টিসহ উপজেলায় ২৮টি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। এভাবে যদি চুরি হতে থাকে, তাহলে সেচের কাজ করব কীভাবে?’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।