স্ত্রীকে নিয়ে ইতালি যাওয়া হলো না নাজমুলের, সড়ক দুর্ঘটনায় গেল প্রাণ
পরিবারের সচ্ছলতা ফেরাতে বছর ছয়েক আগে ইতালি যান কিশোরগঞ্জের ভৈরব উপজেলার যুবক নাজমুল রহমান (২৭)। মাস সাতেক আগে দেশে ফেরার পর গত ডিসেম্বরে বিয়ে করেন তিনি। জীবন চলে যাচ্ছিল স্বচ্ছন্দে। পরিকল্পনা ছিল ইতালি ফিরে স্ত্রীকেও নিয়ে যাবেন সে দেশে। তবে তা আর হলো না। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে মারা গেছেন তিনি।
নাজমুল রহমানের বাড়ি উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর গ্রামে। গত মঙ্গলবার শম্ভুপুরের গাজিরটেক এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ সকাল ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা।
পুলিশ ও নাজমুলের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় তিনি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। সঙ্গে ছিলেন একই এলাকার তাঁর ঘনিষ্ঠজন যোবায়ের হোসেন। শম্ভুপুরের গাজিরটেক এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে সড়কে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে নাজমুল মারা যান। যোবায়েরকে চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকার পঙ্গু হাসপাতালে।
নিহত নাজমুলের মামাশ্বশুর মিলাদ হোসেন জানান, গাজিরটেক এলাকার একটি দোকানে চা খাওয়ার কথা বলে ঘর থেকে বের হন নাজমুল। এর কিছুক্ষণ পর তাঁরা দুর্ঘটনার খবর শোনেন।