২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সীতাকুণ্ডে আগুনের ঘটনায় পৃথক ৪ তদন্ত কমিটি

সীতাকুণ্ডে আগুনে নিহত একজনের লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
ছবি: জুয়েল শীল

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনা তদন্তে আলাদা চারটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম জেলা প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষ।

রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের অস্থায়ী নিয়ন্ত্রণকক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। তিনি বলেন, প্রতিটি কমিটি নিজেদের মতো ঘটনার তদন্ত করে কারণ অনুসন্ধান ও ক্ষতিপূরণ নির্ধারণ করবে।

এ সম্পর্কিত আরও পড়ুনঃ

ছুটি শেষে কর্মস্থলে যোগ দেওয়ার রাতেই প্রাণ গেল আলাউদ্দিনের

‘পুড়ে যাচ্ছি, মরে যাচ্ছি’ বলতে বলতেই মারা গেলেন মহিউদ্দিন

ভিডিও কলে কথা বলতে বলতে বিস্ফোরণ, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সোবহানের

ডিপোতে দাঁড়িয়ে করছিলেন ফেসবুক লাইভ, হঠাৎ বিস্ফোরণে গেল প্রাণ

‘আব্বু কেন যে ডিপোতে গেলেন’

ফায়ার সার্ভিসের উপপরিচালক (প্রশিক্ষণ,পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিমকে প্রধান ও চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আনিছুর রহমানকে সদস্যসচিব করে ফায়ার সার্ভিসের সাত সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের ৯ সদস্যের তদন্ত কমিটিতে প্রধান করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বদিউল আলমকে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

এ ছাড়া বন্দর কর্তৃপক্ষ ও বিভাগীয় কমিশনার আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। বন্দর কর্তৃপক্ষের কমিটিকে তিন দিন ও বিভাগীয় কমিশনারের কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক মমিনুর সংবাদ সম্মেলনে রহমান বলেন, সীতাকুণ্ডে এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের ৯ সদস্য রয়েছেন। আহত হয়েছেন ১৪৬ জন। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও সম্মিলিত সামরিক হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে মৃতের সংখ্যা ৪৯ বলে রোববার বিকেলে প্রথম আলোকে জানিয়েছেন সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

জেলা প্রশাসক বলেন, সংকটাপন্ন আট রোগীকে হেলিকপ্টারে করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষজ্ঞ চিকিৎসক সামন্ত লাল সেন ও তাঁর দল সোমবার সকালে প্রথম ফ্লাইটে চট্টগ্রামে এসে রোগীদের চিকিৎসা শুরু করবেন।

এ ছাড়া শ্রম মন্ত্রণালয় থেকে আগুনে নিহত ব্যক্তির প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা চেক দেওয়া হবে বলে জানিয়েছেন মমিনুর রহমান। তিনি বলেন, সোমবার ১৩ জনের পরিবারকে এই টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে নিহত ব্যক্তিদের ৫০ হাজার ও আহত ব্যক্তিদের ২৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।