শ্যামনগরে মাটিবাহী ড্রাম ট্রাক খাদে পড়ে তরুণ নিহত
সাতক্ষীরার শ্যামনগরে মাটিবাহী ড্রাম ট্রাক খাদে পড়ে এক তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার কৈখালী জাদা এলাকায় জাদা মাধ্যমিক বিদ্যালয়–সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম নাজমুল হোসেন (২৭)। তিনি উপজেলার কৈখালী জাদা এলাকার আবদুল জব্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈশখালী গ্রামের নুরুজ্জামানের কাছ থেকে ড্রাম ট্রাকটি ভাড়া নিয়ে নাজমুল পাশের বিল থেকে মাটি বহনের কাজে যাচ্ছিলেন। পথে তিন রাস্তার মোড়ে পৌঁছানোর পর বাঁক নিতে গেলে ড্রাম ট্রাকের চাকা রাস্তার পাশে নেমে যায়। এতে ট্রাকটি রাস্তার পাশে একটি পানিশূন্য খাদে পড়ে যায়। এ সময় চালকের আসনে থাকা নাজমুল উল্টে যাওয়া ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে।
স্থানীয় রাশিদুল ইসলাম ও আবদুস সালাম নামের দুই যুবক জানান, তাঁদের সামনেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার আকস্মিকতায় তাঁরা মাটি খুঁড়ে নাজমুলকে উদ্ধারের চেষ্টা চালায়। স্থানীয় লোকজন কোদাল দিয়ে মাটি কেটে প্রায় এক ঘণ্টা পর মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করে।
স্থানীয় লোকজন জানান, নাজমুল পেশাদার চালক ছিলেন না। নতুন চালক হওয়ায় সংকীর্ণ সড়কে তিনি ট্রাকের নিয়ন্ত্রণ করতে না পারায় দুর্ঘটনা ঘটেছে বলে তাঁরা ধারণা করছেন।
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত আবদেন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।