২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

লক্ষ্মীপুরে আ.লীগের কমিটি নিয়ে মধ্যরাতে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুর জেলার মানচিত্র

নেতা নির্বাচন নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়েছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী–সমর্থকেরা। গতকাল বুধবার দিবাগত রাতে স্থানীয় ফজুমিয়ার হাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। সম্মেলন শেষে আলোচনার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে ধারণা করেছিল সবাই। সে জন্য রাত বেড়ে যাওয়ায় ইউনিয়নের ১৯ জন কাউন্সিলরের মধ্যে অধিকাংশই চলে যান। রাত ১২টার দিকে সম্মেলনের অতিথিরা ঘোষণা দেন, ভোটের মাধ্যমে নেতৃত্ব চূড়ান্ত হবে। ওই ঘোষণার পর কাউন্সিলররা ভোট দেওয়ার বিষয়ে তাঁদের আগ্রহের কথা জানান। কিন্তু সভাপতি পদে ভোট না নেওয়ায় কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা জেলা ও উপজেলা কমিটির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে সম্মেলনস্থল উত্তপ্ত করে তোলেন। সম্মেলনস্থলের চেয়ারও ভাঙচুর করেন তাঁরা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। আমরা তাঁদের বুঝিয়ে শান্ত করেছি। পরে কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সালাহ উদ্দিন ভূঁইয়া। আর সাবেক সভাপতি নুরুল ইসলামকে আবারও সভাপতি পদে বহাল রাখা হয়েছে।’

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। কথা-কাটাকাটির জের ধরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি।

সম্মেলন উদ্বোধন করেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহিম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার, কৃষিবিষয়ক সম্পাদক আবদুল মতলব, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ প্রমুখ।