যুবকের সঙ্গে ছেলের ঝগড়া থামাতে গিয়ে ইটের আঘাতে মায়ের মৃত্যু

সিলেট জেলার মানচিত্র

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ছেলের সঙ্গে অন্য যুবকের ঝগড়া থামাতে গিয়ে ইটের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঘা ইউনিয়নের উপর এখলাছপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাওয়ারুন বেগম (৬৫) এখলাছপুর গ্রামের মৃত আবদুল খালিকের স্ত্রী। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকেলে নিহত নারীর ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক ছমির উদ্দিনের সঙ্গে স্থানীয় বাসিন্দা সুমন আহমদের তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। সে সময় অন্য পথচারীরা বিষয়টির মিটমাট করে দেন। এরপর গতকাল সন্ধ্যায় বাঘা এখলাছপুর ব্রিজের কাছে সুমন ও ছমির উদ্দিনের আবার দেখা হলে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়।

একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটি বাড়ির পাশে হওয়ায় ছেলের ঝগড়ার খবর শুনে সেখানে গিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করেন হাওয়ারুন বেগম। একপর্যায়ে সুমন আহমদ ক্ষুব্ধ হয়ে ছমির উদ্দিনের দিকে ইট ছুড়ে মারলে সেটি গিয়ে হাওয়ারুন বেগমের মাথায় লাগে।

আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গোলাপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই যুবকের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত নারীর মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আজ বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মামলা হয়নি। তবে নিহত নারীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।