মোটরসাইকেলে নানার বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল দুই বন্ধুর
বন্ধু জলিল মিয়াকে (২৪) নিয়ে মোটরসাইকেলে করে নানার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন সাদমান হাসান (২৪)। পথে পাথরবোঝাই একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ওই দুই বন্ধু নিহত হয়েছেন।
গতকাল বুধবার রাত আটটার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদমান হাসান ওরফে স্মরণ উপজেলার বাঘাসুরা গ্রামের সেবুল মিয়ার ছেলে এবং জলিল মিয়া পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধর্মমণ্ডল গ্রামের বজলু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, গতকাল রাতে সাদমান হাসান তাঁর বন্ধু জলিল মিয়াকে নিয়ে বাঘাসুরা গ্রাম থেকে একই উপজেলার গোবিন্দপুরে নানার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। রাত সাড়ে আটটার দিকে তাঁদের মোটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলা সদরের হোটেল হাইওয়ে ইন লিমিটেডের কাছে পৌঁছালে পেছন থেকে পাথরবোঝাই একটি ট্রাক সেটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই সাদমান হাসানের মৃত্যু হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সাদমানের বন্ধু জলিল মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা তাঁকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে নরসিংদীর ভেলানগরে পৌঁছালে মারা যান তিনি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।