মোটরসাইকেলে ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে প্রাণ হারালেন দুই বন্ধু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন আবদুর রহিম (২০) ও তাঁর বন্ধু আতিকুল ইসলাম (২১)। এর মধ্যে রহিম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র ও খুলনা শহরের খালিসপুর এলাকার আবদুর রহমানের ছেলে। এদিকে আতিকুল ঢাকার সাহাব উদ্দিন মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং একই এলাকার ইয়াহিয়া খানের ছেলে।

পুলিশ জানায়, আবদুর রহিম ও আতিকুল ইসলাম মোটরসাইকেলে ঢাকা থেকে খুলনায় যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলটি কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক আবদুর রহিম নিহত হন। পরে স্থানীয় লোকজন আতিকুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানার উপপরিদর্শক সজীব কুমার মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিক্ষার্থীদের লাশ ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শিক্ষার্থীদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্তা প্রক্রিয়াধীন।