ভোলায় ট্রাক্টরচাপায় ভাই-বোনের মৃত্যু
ভোলায় ট্রাক্টরের চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে, তারা সম্পর্কে ভাই–বোন। বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কে ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজারের উত্তর পাশে কারিমিয়া মাদ্রাসার সামনে সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো মাইশা (১০) ও যোবায়ের (৪)। তারা ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি এলাকার জসিম উদ্দিনের সন্তান। একই দুর্ঘটনায় শিশুদের মা জান্নাত, আরেক ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন।
এ ঘটনায় ট্রাক্টরচালক মো. সোহরাবকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার ঘুইংগারহাট এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরের দিকে মাইশা পরানগঞ্জ বাজারের কবি মোজাম্মেল হক বিদ্যাপীঠ থেকে মা ও দুই ছোট ভাইয়ের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়িতে ফিরছিল। এ ছাড়া অটোরিকশাটিতে আরও দুজন যাত্রী ছিলেন। পরানগঞ্জ বাজারের উত্তর পাশে কারিমিয়া মাদ্রাসার সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টর অটোরিকশাটিকে চাপা দেয়।
স্থানীয় লোকজন অটোরিকশার যাত্রীদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন। তার ছোট ভাই যোবায়েরকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যায় সে। বাকিদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ছিদ্দিক বলেন, নিহত মাইশার মরদেহ ভোলা সদর হাসপাতালে পুলিশের হেফাজতে আছে। ঘটনাস্থল থেকে ট্রাক্টর জব্দ ও চালককে আটক করা হয়েছে। নিহত শিশুদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।