ভোলায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, এক দিন পরে লাশ উদ্ধার
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া গ্রামে খালের পানিতে ডুবে নিখোঁজের এক দিন পরে মো. মমিন (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে খাল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এর আগে গতকাল শনিবার দুপুরে খালে পরিবারের সদস্যদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই শিশু। মৃত মমিন উপজেলার ভেদুরিয়া গ্রামের মো. ফারুকের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির পাশের একটি খালে গোসল করতে নামে শিশুটি। এ সময় অন্যদের অজান্তে সে খালের পানিতে ভেসে যায়। সবাই গোসল করে বাড়িতে ফিরলেও মমিনকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। তাঁরা খালপাড়ে খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় ভোলা ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু ভোলায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় বরিশালে খবর দেওয়া হয়। বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে গতকাল সন্ধ্যা থেকে খালে উদ্ধার অভিযান চালায়। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ দুপুর সাড়ে ১২টার দিকে খালের যে স্থানে শিশুটি গোসল করতে নেমেছিল, সেখান থেকে আধা কিলোমিটার উত্তরে খালের মধ্যে একটি গাছের সঙ্গে মমিনের লাশ আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।
ভোলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, গতকাল থেকে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল ওই খালে উদ্ধার অভিযান চালায়। আজ দুপুরের দিকে শিশুর মরদেহটি পাওয়া যায়।