বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট, ছাত্র কারাগারে

গ্রেপ্তার
প্রতীকী ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর পোস্ট করার অভিযোগে রংপুরের পীরগঞ্জ উপজেলায় মনিরুল ইসলাম (১৬) নামের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

মনিরুল উপজেলার বড়আলমপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। সে জাফরপাড়া দারুল উলুম কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, গতকাল সোমবার সকালে উপপরিদর্শক (এসআই) মহিবুর রহমান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মনিরুলকে আসামি করে মামলা করেন। সন্ধ্যায় মনিরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওসি জানান, ৭ আগস্ট ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে ছবি পোস্ট করা হয়। বঙ্গবন্ধুর ছবি বিকৃতি করা মানহানিকর পোস্টটি ফেসবুকের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ায় সচেতন মহলে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। ওই ঘটনায় গত রোববার রাতে পীরগঞ্জের বড়আলমপুর ইউনিয়নের সন্ন্যাসীর বাজার থেকে মনিরুল ইসলামকে আটক করা হয়।

ওসি আরও জানান, মনিরুলের কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার নিজের ফেসবুক আইডি থেকে উদ্দেশ্যমূলকভাবে মানহানিকর বিকৃত ছবি পোস্ট করার কথা স্বীকার করে।