বগুড়ায় আঞ্চলিক সড়কে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত
বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি–রানিরহাট সড়কের ভবানীপুরের জামনগর এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেল চালক বেলাল হোসেন (৫২)। তাঁর বাড়ি উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামে। তাঁর বাবা শরত আলী। নিহত অপরজন হলেন উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ফজর আলী (৪২)। তিনি একজন বাসচালক। তাঁর বাবা মৃত নওশের আলী।
থানা–পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলাল হোসেন মোটরসাইকেলে করে ভাড়ার বিনিময়ে মানুষজনকে গন্তব্যে পৌঁছে দেন। বাসচালক ফজর আলী বাড়ি ফেরার জন্য বেলাল হোসেনের মোটরসাইকেলে উঠেছিলেন। পথে কোনো যানবাহনের চাপায় দুজনের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। আজ ভোর রাতে ফজরের নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফেরার পথে ভবানীপুরের জামনগর এলাকায় নিহত দুজনের লাশ সড়কের ওপর পড়ে থাকতে দেখেন।
শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, সংবাদ পেয়ে আজ সকাল আটটায় দুর্ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে উভয় পরিবারের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ দুর্ঘটনায় কোন গাড়ির চাপায় হয়েছে, তা নিয়ে অনুসন্ধান চলছে।