পদ্মায় পড়ে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর ভেসে উঠল শ্রমিকের লাশ

মৃত্যু
প্রতীকী ছবি

ফরিদপুর সদর উপজেলায় বাঁধ ধসে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়া বিল্লাল হোসেন শেখের (৩৯) লাশ ভেসে উঠেছে। নিখোঁজের প্রায় ৩৪ ঘণ্টা পর আজ শনিবার বেলা তিনটার দিকে উপজেলার মদনখালী এলাকার পান্নু মোহসীনের ইটভাটার সামনে নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে উপজেলার ডিক্রির চর ইউনিয়নের মদনখালী বাঁধ ধসে পদ্মা নদীতে তলিয়ে যায়। তখন শ্রমিক বিল্লাল নিখোঁজ হন। ফরিদপুরের ফায়ার সার্ভিস ও মানিকগঞ্জের আরিচা ঘাটের ডুবুরিরা গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত এবং আজ সকাল থেকে দুপুর পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়েও বিল্লাল শেখকে উদ্ধার করতে পারেননি।

ফরিদপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, আজ বেলা তিনটার দিকে সদরের ডিক্রির চর ইউনিয়নের মদনখালী এলাকায় নিখোঁজ বিল্লালের লাশ ভেসে ওঠে। তাঁর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃত বিল্লাল ডিক্রির চর ইউনিয়নের পালডাঙ্গী এলাকার বাসিন্দা। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। বিল্লাল স্থানীয় ইটভাটায় ইট পারাপারে ট্রলারের শ্রমিক হিসেবে কাজ করতেন।

ডিক্রির চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, বাঁধ ধসে নদীতে পড়ে মারা যাওয়া বিল্লাল হোসেন একজন দরিদ্র শ্রমিক। তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন। বিল্লালের মৃত্যুতে দুই সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন তাঁর স্ত্রী।