নারায়ণগঞ্জে রড কারখানায় আগুনে দগ্ধ দুই ভাই মারা গেছেন
নারায়ণগঞ্জে রড তৈরির একটি কারখানায় বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁরা মারা যান।
মারা যাওয়া দুই ভাই হলেন শামীম (৩২) ও নাজমুল (১৮)। দুই ভাই ওই কারখানায় কাজ করতেন। তাঁদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার। তাঁদের বাবার নাম আবদুল করিম।
৮ মে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় রড কারখানায় জেনারেটর সার্ভিসিং করার সময় বিস্ফোরণে এই দুই ভাইসহ তিনজন দগ্ধ হয়েছিলেন।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক আইউব হোসেন প্রথম আলোকে দুই ভাইয়ের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নাজমুলের শরীরের ৬১ শতাংশ আর শামীমের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, দুই ভাইয়ের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।