ধুনটে বন্যার পানিতে নিখোঁজ শিশুর লাশ ১০ ঘণ্টা পর উদ্ধার
বগুড়ার ধুনটে বন্যার পানিতে ডুবে নিখোঁজ এক শিশুর লাশ প্রায় সাড়ে ১০ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি সড়কের কালভার্টের কাছ থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। এর আগে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে একই স্থানে ওই শিশু পানিতে ডুবে নিখোঁজ হয়।
ওই শিশুর নাম আতিক হাসান (৭)। সে উপজেলার গোঁসাইবাড়ি পূর্বপাড়ার কমল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা নদীর অব্যাহত পানি বৃদ্ধির কারণে শিমুলবাড়ি গ্রামের সড়কটি পানিতে ডুবে গেছে। সেখান দিয়ে পানির স্রোত বয়ে যাচ্ছে। গতকাল দুপুর ১২টার দিকে আতিক হাসান প্রতিবেশী শিশুদের সঙ্গে সেতুর পাশে সড়কের ওপর পানিতে নেমে খেলছিল। এ সময় তীব্র স্রোতের তোড়ে আতিক পানিতে ভেসে যায়। খবর পেয়ে গতকাল ধুনট ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে শিশুকে পায়নি।
ধুনট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন লিডার হামিদুল ইসলাম বলেন, গভীর পানি ও স্রোত থাকায় শিশুটিকে তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। পরে আজ সকালে রাজশাহী থেকে ডুবুরি দল এসে ওই শিশুকে উদ্ধার করেছে। শিশুটির লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।