ঢাবিতে প্রতি আসনের জন্য লড়বেন ৩৮ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ৫টি ইউনিটে মোট ৭ হাজার ১২৮টি আসনের বিপরীতে ২ লাখ ৭২ হাজার ৫১২ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করেছেন। পাঁচটি ইউনিটের প্রতি আসনের বিপরীতে ৩৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া গতকাল মঙ্গলবার শেষ হয়েছে।
ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা গেছে, ‘ক’ ইউনিটের ১ হাজার ৭৫০ আসনের বিপরীতে ৮২ হাজার ৯৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া ‘খ’ ইউনিটের ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৩৬ হাজার ২৫০ জন, ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৫৩৪ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৬১৫ আসনের বিপরীতে ১ লাখ ৬১৪ জন এবং ‘চ’ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে লড়বেন ২৫ হাজার ১৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আগামী ১৪ সেপ্টেম্বর ‘গ’ ইউনিট, ২১ সেপ্টেম্বর ‘খ’ ইউনিট, ২৮ সেপ্টেম্বর ‘ক’ ইউনিট, ১২ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর এবং ২২ সেপ্টেম্বর চিত্রাঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত ৩১ জুলাই ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করেন। গতকাল এ আবেদনের শেষ দিন ছিল।