ছিল না হেলমেট, সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী কিশোরের
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বরঙ্গাইল-নাগরপুর আঞ্চলিক মহাসড়কে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবদুর রউফ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ওই সড়কের তেরশ্রী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ বলছে, হেলমেট না থাকায় মোটরসাইকেল আরোহী ওই কিশোর মাথায় গুরুতর আঘাত পায়। এর ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত আবদুর রউফ দৌলতপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে মোটরসাইকেলে রউফ ঘিওর উপজেলা সদরে যায়। দুপুরে বরঙ্গাইল-নাগরপুর সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল সে। দুপুর ১২টার দিকে সড়কের তেরশ্রী এলাকার স্থানীয় একটি মাদ্রাসার মোড়ে পৌঁছালে হঠাৎ সামনে থেকে আসা প্রাইভেটকার ও সিএনজি দেখে সে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। মাথায় হেলমেট না থাকায় এ সময় মাথায় গুরুত্ব আঘাত পায় রউফ। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বলেন, মোটরসাইকেল আরোহী কিশোরের মাথায় হেলমেট ছিল না। এ কারণে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে সে মারা যায় বলে প্রাথমিক তদন্তে জানা যায়।
ওসি রিয়াজউদ্দিন আহমেদ আরও বলেন, তার লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত না করার জন্য আবেদন করেছেন। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।