গোয়ালন্দে ২৬ কেজির কাতলা অর্ধলক্ষাধিক টাকায় বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দে ২৬ কেজি ওজনের একটি কাতলা মাছ ৫২ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে দুই হাজার টাকা কেজি দরে মাছটি কিনে নেন ঢাকার বনানী এলাকার বাসিন্দা আবদুল জলিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরকরনেশন এলাকার পদ্মার মোহনায় স্থানীয় জেলে মনির শেখের জালে মাছটি ধরা পড়ে। আজ সকালে অন্য জেলেদের সঙ্গে পদ্মা নদীতে মাছ শিকার করতে যান মনির শেখ। বেলা একটার দিকে জাল নৌকায় তুলতেই দেখতে পান, বিশাল আকারের একটি কাতলা ধরা পড়েছে।
মাছটি বিক্রির জন্য তিনি তাৎক্ষণিকভাবে ফেরিঘাটে নিয়ে এলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি ৪৯ হাজার ৪০০ টাকায় কিনে নেন। পরে শাহজাহান শেখ ওই মাছ ঘণ্টাখানেকের মধ্যেই ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫২ হাজার টাকায় বিক্রি করেন।
শাহজাহান শেখ বলেন, ‘বর্তমানে পদ্মা নদীর পানি কমতে থাকায় মাঝেমধ্যেই বড় বড় কাতলা, পাঙাশ, বোয়াল, বাগাড়জাতীয় মাছ ধরা পড়ছে। বড় মাছ পাওয়ায় জেলেরা যেমন খুশি, ব্যবসায়ী হিসেবে আমরাও খুশি।’
জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, নদীতে প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে। তবে বড় মাছ ধরার জাল সাধারণত পাবনা ও মানিকগঞ্জ অঞ্চলের জেলেদের কাছে বেশি। স্থানীয় জেলেদের কাছে ওই ধরনের জাল নেই। ২৬ কেজির কাতলা স্থানীয় জেলেদের জালে ধরা পড়ার খবরটি অবশ্যই আনন্দের। তবে এ ধরনের মাছ সংরক্ষণের জন্য অভয়াশ্রম করতে পারলে এ অঞ্চলের জেলেরা অনেক উপকৃত হতো।