গোসলের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার
রংপুর নগরে এক গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় ও ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় আরিফুল ইসলাম (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার এ খবরের সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মাহিগঞ্জ জোন) আল ইমরান হোসেন বলেন, গতকাল বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা থেকে আরিফুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি রংপুরের হারাগাছে।
মামলার এজাহারের বরাত দিয়ে হারাগাছ থানার পুলিশ জানায়, গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করেন আরিফুল। এরপর সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই গৃহবধূর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। ওই গৃহবধূ আরিফুলকে ৪০ হাজার টাকা দেন। কিছুদিন পর আবার ওই গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে ৬০ হাজার টাকা আদায় করেন আরিফুল। ৯ এপ্রিল গৃহবধূর বাড়িতে ঢুকে ১০ হাজার টাকা দাবি করেন আরিফুল। টাকা দিতে না পারায় গৃহবধূ ধর্ষণের শিকার হন। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে কালক্ষেপণ করা হয়। পরে গৃহবধূ ১৩ জুন রাতে আরিফুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে হারাগাছ থানায় মামলা করেন।
সহকারী পুলিশ কমিশনার আল ইমরান হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বিকেলে ঠাকুরগাঁও সদর থানা এলাকা থেকে আরিফুলকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।