গাজীপুরে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে
ছবি: প্রথম আলো

গাজীপুরের কাপাসিয়ায় বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাতটার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের সাল্লারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কিশোরগঞ্জের পশ্চিম হয়বতনগর গ্রামের মো. ঝিনুকের ছেলে মো. জিন্নাত (৩০) ও একই গ্রামের মো. আবদুল জলিলের ছেলে দেলোয়ার হোসেন (২৬)। এ ঘটনায় দেলোয়ার হোসেনের মা আহত হয়েছেন। এর মধ্যে জিন্নাত ওই পিকআপের চালক আর দেলোয়ার ও তাঁর মা পিকআপের যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ঢাকার দিক থেকে আসা পিকআপটি কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পিকআপটি ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের সাল্লারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী অনন্যা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে ওই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে চালক জিন্নাত, দেলোয়ার ও তাঁর মা গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই জিন্নাত ও দেলোয়ারের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর রায়হান সকাল সাড়ে ১০টার দিকে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যানটি পুলিশের হেফাজতে আছে।