কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ও সম্পাদক মাহবুব

আমিনুল ইসলাম ও মাহবুব আলম
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের পর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আমিনুল ইসলাম ওরফে আশফাককে সভাপতি ও মাহবুব আলমকে সাধারণ সম্পাদক করে পৌর বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে নতুন এই কমিটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সবার সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়েছে। ১০১ সদস্যের কমিটির বাকি পদগুলো নতুন কমিটির সুপারিশের ভিত্তিতে জেলা কমিটি অনুমোদন প্রদান করবে।

এর আগে রোববার বিকেলে দীর্ঘ ১৮ বছর পর কিশোরগঞ্জ পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা শহরের শোলাকিয়া গরুর হাট এলাকায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ। এর আগে দুপুরে শরীফুল আলম পতাকা উত্তোলন করে ও দলীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন।

পুরোনো কমিটির আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে জেলা বিএনপির সহসভাপতি রেজাউল করিম খানসহ জেলা বিএনপি, এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানান, দীর্ঘ ১৮ বছর পর পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর আমিনুল ইসলামকে আহ্বায়ক ও মাহবুবুল আলমকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করে ৮১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা হয়েছিল। এই আহ্বায়ক কমিটি গঠনের প্রায় তিন বছর পর নতুন কমিটি ঘোষণা হয়েছে। এর আগে ২০০৪ সালে সর্বশেষ পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।