কাকের ছোটাছুটিতে রংপুরে বিদ্যুৎ বন্ধ চার ঘণ্টা

বিদ্যুৎ সরবরাহ লাইন
প্রতীকী ছবি

কাকের ছোটাছুটির কারণে রংপুর নগরের একটি অংশে প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। উচ্চমাত্রার বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাক ওড়াউড়ি করার সময় দুটি তারের সংস্পর্শে এলে বিকট শব্দে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। এতে আজ শনিবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত মুন্সিপাড়া ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

নেসকোর বিদ্যুৎ বিতরণকেন্দ্র–২ সূত্র জানায়, নগরের আর কে রোডের বিদ্যুৎকেন্দ্রের সামনে ১১ হাজার কেভির বিদ্যুৎ সঞ্চালন লাইনের দুটি তারে একাধিক কাক ছোটাছুটি করছিল। এ সময় কয়েকটি কাক দুটি তারের সংস্পর্শে এলে বিকট শব্দে একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়।

রংপুর নগরের তিনটি ফিডারের মধ্যে এটি দুই নম্বর ফিডার। এ ফিডারের আওতায় নগরের তিন ভাগের এক ভাগ এলাকায় প্রায় ৪০টি পাড়ামহল্লা রয়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গরমে ওই এলাকার বাসিন্দাদের হাঁসফাঁস অবস্থা ছিল।

কেরানীপাড়ার বাসিন্দা রুশো রহমান বলেন, ট্যাংকিতে পানি তোলা ছিল না। গোসল করতে গিয়ে পানি শেষ হয়ে যায়। হঠাৎ পানি শেষ হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছে।

মুন্সিপাড়ার গৃহিণী সুলতানা আক্তার বলেন, বিদ্যুৎ না থাকলে আগের দিন মাইকে জানিয়ে দেওয়া হয়। কিন্তু হঠাৎ এভাবে বিদ্যুৎ না থাকায় পানির অভাবে কাজ করতে অনেক কষ্ট হয়েছে।

নেসকোর বিদ্যুৎ বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সকাল নয়টার দিকে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে দেখা গেল, কয়েকটি কাক ওড়াউড়ি করতে গিয়ে তার ছিঁড়ে যাওয়ায় এ বিপর্যয় হয়েছে। তবে তৎক্ষণাৎ কাজ শুরু করায় বেলা একটার দিকে বিদ্যুতের সংযোগ পুনঃস্থাপন সম্ভব হয়েছে।