২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অতিরিক্ত মদ্যপানে ছাত্রলীগের দুই কর্মীর মৃত্যু

কক্সবাজারের কলাতলী এলাকার বে ওয়ান ডাচ হোটেলে মদ্যপান করা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের দুই কর্মীর মৃত্যু হয়েছে। বিষয়টি আজ শনিবার নিশ্চিত করেছে কক্সবাজারের পুলিশ।

শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ছাত্রলীগের কর্মীর সাইমুন প্রিয়ামের। একই দিন বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে মারা যান রাফসানুল হক নামের ছাত্রলীগের আরেক কর্মী। দুজনের বাড়ি চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানা এলাকায়।

কক্সবাজার টুরিস্ট পুলিশের এক কর্মকর্তা বলেন, শুক্রবার সকালে কলাতলী এলাকার বে ওয়ান ডাচ হোটেলে ওঠেন রাফসানুল হক, রায়হান ও সাইমুন প্রিয়ামসহ চারজন। তাঁরা হোটেলকক্ষে বসে মদ্যপান করেন। অতিরিক্ত মদ্যপান করায় তিনজন অসুস্থ হয়ে পড়েন।

বিকেলে রাফসানুলকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রায়হান ও সাইমুনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাত সোয়া দুইটার দিকে সাইমুনের মৃত্যু হয়।

মারা যাওয়া রাফসানুল হক চট্টগ্রাম মহানগরের এনায়েতবাজার এলাকার সৈয়দুল হকের ছেলে। অন্যদের পুরো ঠিকানা জানা যায়নি। হোটেলের খাতায় ঠিকানা হিসেবে লেখা আছে, ‘চট্টগ্রামের কোতোয়ালি এলাকা’। মারা যাওয়া দুজনই চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, অতিরিক্ত মদ্যপানে দুজনের মৃত্যুর বিষয়টি তাঁরা জেনেছেন। তবে আসলেই তাঁরা মদ্যপানের কারণে মারা গেছেন কি না, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে নিশ্চিত হওয়া যাবে।