বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দা হোসনে আরা, মহাসচিব আবেদা সুলতানা

সৈয়দা হোসনে আরা ও আবেদা সুলতানা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের ২০২৩ মেয়াদের কার্যকরী কমিটির সভাপতি হয়েছেন সিনিয়র জেলা জজ সৈয়দা হোসনে আরা এবং মহাসচিব হয়েছেন অতিরিক্ত জেলা জজ আবেদা সুলতানা। ২৩ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির ফোর সিজনস রেস্তোরাঁয় বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের ৩২তম বার্ষিক সম্মেলনে ২০২৩ মেয়াদের ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার। সম্মেলন শেষে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের পরামর্শক্রমে নতুন কমিটি গঠিত হয়।      

অন্যান্য পদের মধ্যে সিনিয়র জেলা জজ উম্মে কুলসুম,সহসভাপতি-১, সিনিয়র জেলা জজ রুনা নাহিদ আক্তার সহসভাপতি-২, সহসভাপতি-৩ জেসমিন আরা বেগম, সহসভাপতি-৪ মাকসুদা পারভীন, সহসভাপতি-৫, রোকসানা বেগম নির্বাচিত হয়েছেন। যুগ্ম মহাসচিবসহ অন্যান্য পদে মনোনীত হয়েছেন, খালেদা ইয়াসমিন, মাসুদা ইয়াসমিন, তামান্না ফারাহ, নুসরাত জাহান, ফারাহ মামুন, আরিফা চৌধুরী, নূসরাত জাহান কাঁকন। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, শামীম আহমেদ, শারমীন নিগার, শামীমা আফরোজ, সামছুন্নাহার, জিনাত সুলতানা, ফারহানা ফেরদৌস, আয়েশা আক্তার, ফারজানা ইয়াসমিন, শিউলী রাণী দাস, নুসরাত জাবীন, মেহনাজ সিদ্দীকি, শাহজাদী তাহমিদা, মুক্তা মণ্ডল, নাহিদ সুলতানা, নুসরাত জাহান, ইসরাত জাহান, অবসরপ্রাপ্ত জেলা জজ লুৎফা বেগম ও হোসনে আরা বেগম।