সীতাকুণ্ডে বোমাসদৃশ বস্তু উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া দরগা এলাকার একটি স্ক্র্যাপের ডিপো থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে আজ শনিবার সকালে বোমাসদৃশ ওই বস্তুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সকালে সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ডিপো কর্তৃপক্ষ।
থানায় করা সাধারণ ডায়েরিটিতে উল্লেখ করা হয়েছে, ডিপোর ভেতরে স্ক্র্যাপ বাছাইকালে শ্রমিকেরা বোমাসদৃশ ওই বস্তু দেখতে পেয়েছেন। পূর্ব–অভিজ্ঞতার ভিত্তিতে বস্তুটিকে তাঁরা নিরাপদ স্থানে সরিয়ে নেন। এরপর কারখানা কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি অবহিত করেন।
সীতাকুণ্ড থানার এসআই রাজিব পোদ্দার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, একটি রড তৈরির কারখানার রিসাইক্লিং ইউনিটে বিদেশ থেকে আনা স্ক্র্যাপের ভেতরে বোমাসদৃশ বস্তুটি পাওয়া গেছে। বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে জানানোর পর ওই কারখানার জ্যেষ্ঠ নির্বাহী (প্রশাসন) মো. আসহাদুল আলম এই বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এসআই রাজিব পোদ্দার আরও বলেন, ‘বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে। আগামীকাল রোববার সকালে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা এসে করণীয় নির্ধারণ করবেন।’