চট্টগ্রামের বহদ্দারহাটে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ–যুবলীগের সংঘর্ষ

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় আন্দোলনকারীদের দিকে সাউন্ড গ্রেনেড ছুঁড়ছেন এক পুলিশ সদস্য। আজ বেলা ১১টার দিকেছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড়ে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ–যুবলীগের সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ সংঘর্ষ হয়। এর পর থেকে আরাকান সড়কসহ নগরের চান্দগাঁও অংশে যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় আহত তিন শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা বহদ্দারহাট মোড়ে জড়ো হতে থাকেন। এ সময় তাঁরা কোটা সংস্কার করা ও আন্দোলনে হামলার প্রতিবাদে নানা স্লোগান দিতে থাকেন। এক ঘণ্টার মধ্যেই হাজারখানেক শিক্ষার্থী জমায়েত হন সেখানে। বেলা দেড়টার দিকে ছাত্রলীগ–যুবলীগের একটি মিছিল বহদ্দারহাট মোড়ের দিকে আসে। মিছিল থেকে শিক্ষার্থীদের জমায়েতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

এরপর শিক্ষার্থীরাও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। বেলা দুইটা পর্যন্ত চলে সংঘর্ষ। একপর্যায়ে ছাত্রলীগ–যুবলীগ সরে পড়ে। এরপর পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে শিক্ষার্থীরা আবার জড়ো হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

এ ব্যাপারে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।