আজ মঙ্গলবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ দলের হেরে যাওয়া সংক্রান্ত খেলার খবরগুলো। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি ও বিনোদনের নানা খবর আছে। অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
প্রস্তাবিত বাজেটে কালোটাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে, তার পক্ষে বক্তব্য দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সংসদ সদস্য। এর মধ্যে এক সংসদ সদস্য শেয়ারবাজারেও কালোটাকা বিনিয়োগের মাধ্যমে সাদা করার সুযোগ দেওয়ার দাবি তুলেছেন। বিস্তারিত পড়ুন...
ইসরায়েলের এসদে তেইমান বন্দিশিবিরে আটক ফিলিস্তিনিদের নিপীড়ন-নির্যাতন ও তাঁদের সঙ্গে দুর্ব্যবহারের রোমহর্ষ চিত্র উঠে এসেছে নিউইয়র্ক টাইমসের একটি তদন্তে। তিন মাস ধরে এ তদন্ত চালানো হয়। বিস্তারিত পড়ুন...
ভারতের নতুন সরকারের মন্ত্রিসভা গঠনে নিজের কর্তৃত্ব দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তিনি পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছেন না। মহারাষ্ট্রের দুই মিত্র এনসিপির অজিত পাওয়ার ও শিবসেনার একনাথ শিন্ডে মোদির গলার কাঁটা হয়ে খচখচ করছেন। বিস্তারিত পড়ুন...
বিবর্ণ সাকিবকে আর বাংলাদেশ দলে দেখতে চান না ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। ক্রিকবাজে শেবাগ বলেছেন, সাকিবের আরও আগেই অবসর নেওয়া উচিত ছিল। বিশ্বকাপের পর সাকিবকে আর খেলানো উচিত নয় বলেও মনে করেন শেবাগ। বিস্তারিত পড়ুন...
ঠিক কী ঘটেছিল তখন? পেসার ওটনিল বার্টম্যানের বল মাহমুদউল্লাহর পায়ে লেগে চলে যায় বাউন্ডারির বাইরে। এর আগেই অবশ্য এলবিডব্লুর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। এরপর মাহমুদউল্লাহ রিভিউ নিলে দেখা যায়, বল স্টাম্পে আঘাত করেনি। আম্পায়ারের সিদ্ধান্ত তাই পাল্টে যায়। বিস্তারিত পড়ুন...