সরকারি চাকরিতে এখনো শূন্য পদ পৌনে ৪ লাখ
সরকারি চাকরিতে মানুষের ব্যাপক চাহিদা থাকলেও এখনো ৩ লাখ ৭০ হাজার ৪৪৭টি পদ শূন্য। ২০২২ সালে এ সংখ্যা ছিল পাঁচ লাখের বেশি।
আজ মঙ্গলবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে এই তথ্য জানান জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। সাংবাদিকদের প্রশ্নের ভিত্তিতে মন্ত্রী এই তথ্য জানান।
জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বর্তমানে সরকারি চাকরিতে অনুমোদিত পদ আছে ১৯ লাখ ১৫১টি। এর মধ্যে শূন্য আছে ৩ লাখ ৭০হাজার ৪৪৭টি। ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী শূন্য পদ ছিল ৫ লাখ ৩ হাজার ৩৩৩টি।
গত ১৫ বছরে কতজনকে বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে, তারও তথ্য তুলে ধরেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২৮ থেকে ৪১তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ৪২ হাজার ৯৩১ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ৬৯ হাজার ২৩৯ জনকে নন–ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এ সময় তুলনা করতে গিয়ে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকে ২০০৮ সাল পর্যন্ত ৩৪ হাজার ৪০ জনকে বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএসআরএফের সভাপতি ফসীহ উদ্দিন মাহতাব ও সাধারণ সম্পাদক মাসউদুল হক।