পুলিশের ১৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, দুই এসপির বদলির আদেশ বাতিল
দেশের বিভিন্ন স্থানে পুলিশের ১৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে ১ জন অতিরিক্ত মহাপরিদর্শক, ৩ জন উপমহাপরিদর্শক ও ১১ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া দুজন এসপির বদলির আদেশ বাতিল করা হয়েছে।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক আবু হাসান মুহম্মদ তারিককে পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে বদলি করা হয়েছে। নাটোরের এসপি মারুফাত হুসাইনকে দিনাজপুরের এসপি হিসেবে; পুলিশ সদরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোরে, টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রামে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসপি মিজানুর রহমানকে টাঙ্গাইলের এসপি হিসেবে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাহবুব হাসানকে সিআইডিতে এসপি হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া পুলিশের বিশেষ (এসবি) শাখার এসপি মো. জাকির হোসেনকে দিনাজপুরের এসপি হিসেবে এবং এসপি পদমর্যাদার গাইবান্ধার ইন–সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. আবু সায়েম প্রধানকে চট্টগ্রামের এসপি হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে ৯ জনকে দেশের বিভিন্ন স্থানে বদলির কথা জানানো হয়। তাঁদের মধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন ১৩) অধিনায়ক তোফায়েল আহাম্মদকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি-টিআর পদে), নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তীকে খুলনা রেঞ্জ উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত, ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার, এসবি ঢাকার এসপি জেসমিন কেকাকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত, সুনামগঞ্জের এসপি পদমর্যাদার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট নিকুলিন চাকমাকে রেলওয়ে পুলিশের এসপি হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া ডিএমপির উপকমিশনার হুমায়রা পারভীনকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) এসপি, এসবি ঢাকার এসপি আবুল কাশেম মো. বাকী বিল্লাহকে দিনাজপুরের ইন–সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, ডিএমপির উপকমিশনার মাহমুদুল হাসানকে সিলেটের ইন–সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (সুপার নিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত) রাজীব দাসকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি হওয়া কর্মকর্তারা ৩০ ডিসেম্বর বিকেলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি হওয়া নতুন কর্মস্থলে যোগ দেবেন। এটা না করলে ৩০ ডিসেম্বর বিকেলে বর্তমান কর্মস্থল থেকে তাঁরা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।