শুভ সন্ধ্যা। আজ সোমবার। আজ পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেল। চলমান তাপপ্রবাহ আর এর মধ্যে লোডশেডিংয়ের এ সময়টায় এই খবর শঙ্কা জাগিয়েছে। আজ পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাওয়া নিয়ে করা প্রতিবেদনটিতে পাঠকের ব্যাপক সাড়া লক্ষ করা গেছে। সরকার গতকাল পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। ফলে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। এর প্রভাব বাজারে কতটুকু পড়তে পারে, তা নিয়ে প্রতিবেদনটিও পাঠক সমাদৃত হয়েছে। এর বাইরে আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা সংবাদ আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
তিন বছর আগে উৎপাদনে আসে পায়রা বিদ্যুৎকেন্দ্র। তারপর এবারই প্রথম বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেল। এতে বাড়তে পারে লোডশেডিং। বিস্তারিত পড়ুন...
ভারতীয় পেঁয়াজ এলে দাম আরও অনেকটা কমে যাবে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। কারণ, ভারতে পেঁয়াজের দাম অনেক কম। বিস্তারিত পড়ুন...
গতকাল রোববার সন্ধ্যায় সেতুটি হুড়মুড় করে ভেঙে পড়ে। এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। সেতুটি ভেঙে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিস্তারিত পড়ুন...
পিএসজির ঘোষণার পরদিনই প্যারিসে হাজির সৌদি আরবের ক্লাব আল হিলালের শীর্ষ কর্তারা। সৌদি আরবের এ ক্লাবে মেসির নাম লেখানোর সম্ভাবনা নিয়েও ফুটবল–বিশ্বে চলছে নানা জল্পনাকল্পনা। বিস্তারিত পড়ুন...
পরীমনির উদ্দেশে রাজ বলেন, ‘বেবি, আই লাভ ইউ। যা-ই হোক না কেন, আনন্দে থেকো। আমরা আমাদের সন্তানকে ভালো রাখব।’ বিস্তারিত পড়ুন...