নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডে পোশাকশ্রমিকসহ দগ্ধ ৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ছয়জন অগ্নিদগ্ধ হয়েছেন।
দগ্ধ রোগীরা হলেন গৃহকর্তা মোহাম্মদ বাবুল (৪০), তাঁর স্ত্রী সেলিনা খাতুন (৩৫), বাবুলের স্বজন মো. সোহেল (২০), মুন্নি খাতুন (১৮), মো. ইসমাইল (১১) ও তাসলিমা খাতুন (৯)। ইসমাইল ও তাসলিমা বাদে বাকিরা পোশাক কারখানায় কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
দগ্ধ রোগীদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানকার আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম ছয়জন দগ্ধ হওয়ার বিষয়টি জানিয়েছেন।
চিকিৎসক তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, অগ্নিদগ্ধ গৃহকর্তা বাবুলের শরীরের ৬৬ শতাংশ, তাঁর স্ত্রীর ৩০ শতাংশ, বাবুলের স্বজন সোহেলের ৭০ শতাংশ, মুন্নির ২০ শতাংশ, ইসমাইলের ৫৫ শতাংশ এবং তাসলিমার ৬৩ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ রোগীদের কেউই আশঙ্কামুক্ত নন।
বাবুলদের অগ্নিদগ্ধ হওয়ার বিষয়ে জানতে চাইলে স্থানীয় বাসিন্দা তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, শুক্রবার মধ্য রাতে হঠাৎ অগ্নিদগ্ধ হন বাবুল, বাবুলের স্ত্রীসহ অন্যরা। মশার কয়েল ধরানোর সময় আগুন লাগে বলে তাঁর ধারণা। তখন তাঁদের উদ্ধার করে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান।
তারিকুল ইসলাম আরও বলেন, অগ্নিদগ্ধ বাবুল স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। অগ্নিদগ্ধ হওয়ার সময় সবাই বাসায় ছিলেন। বাসায় গ্যাসের কোনো সংযোগ ছিল না। তাঁরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে রান্নাবান্না করতেন।