গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সঙ্গে ‘আমি প্রবাসী’র চুক্তি সই

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সঙ্গে ‘আমি প্রবাসী’র চুক্তি সই হয়েছেছবি: সংগৃহীত

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সঙ্গে ‘আমি প্রবাসী’র একটি চুক্তি সই হয়েছে। এই চুক্তির ফলে আমি প্রবাসী ব্যবহারকারীরা এখন থেকে বিদেশে বসেই অনলাইনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারবেন।

সম্প্রতি গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদ আরমান সিদ্দিকী এবং আমি প্রবাসী লিমিটেডের হেড অব বিজনেস অপারেশন আহসানুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সিটিও সোলায়মান রাসেল, হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং হাসিবুল হাসান, হেড অপারেশনস মোখলেছুর রহমান, লিগ্যাল টিম লিড আহমেদ রাকিব এবং ফিন্যান্স টিম লিড তৌফিক আহমেদ। অন্যদিকে আমি প্রবাসী প্ল্যাটফর্মের হেড অব প্রোডাক্ট মশিউর রহমান, টেকনিক্যাল হেড ময়নুল হাসান, কমিউনিকেশন লিড মো. সাইফ-উল-আলম এবং বিজনেস ডেভেলপমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিয়াম আহম্মদ।

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস একটি টেলিমেডিসিন সার্ভিস। এটি অনলাইনে চিকিৎসক দেখানোর জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটির ‘সুখী’ অ্যাপ থেকে সেবাপ্রার্থী চাইলে যেকোনো স্থান থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট এবং চিকিৎসকের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিতে পারেন। গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস মূলত গ্রামীণ টেলিকম ট্রাস্টের একটি অঙ্গ সংস্থা।

আমি প্রবাসী প্ল্যাটফর্মের মূল লক্ষ্য অভিবাসীদের ক্ষমতায়ন। ইতিমধ্যে প্রায় ৬০ লাখ অভিবাসনপ্রত্যাশী কর্মী আমি প্রবাসী প্ল্যাটফর্ম থেকে সেবা পেয়েছেন। প্ল্যাটফর্মটির সঙ্গে দেশের প্রায় ২ হাজার ২০০টির বেশি বৈধ রিক্রুটিং এজেন্সি যুক্ত রয়েছে।