৫ হাজারের পোশাক ২২ হাজার টাকা

কক্সবাজার
কক্সবাজার

পোশাকের আসল দাম ৫ হাজার টাকা, অথচ ক্রেতাদের কাছে তা বিক্রি করা হচ্ছিল ১৯ থেকে ২২ হাজার টাকায়। গতকাল বৃহস্পতিবার কক্সবাজার শহরের একটি অভিজাত পোশাক বিপণিকেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ চিত্র দেখা গেছে। এ জন্য ওই বিপণিকেন্দ্রকে গুনতে হয়েছে জরিমানা।

কেবল পোশাকের দোকান নয়, শহরের নানা এলাকায় কাঁচাবাজার এবং মুদি দোকানেও বেশি দামে পণ্য বিক্রি হচ্ছিল। বাজারদর নিয়ন্ত্রণের অংশ হিসেবে অভিযান চালানো হয় এসব বাজার ও দোকানে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসের আগে থেকেই বাজারদর নিয়ন্ত্রণে রাখতে তৎপরতা শুরু করে জেলা প্রশাসন। ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে বিভিন্ন পণ্যের বাজারদর নির্ধারণ করে দেওয়া হয়। এরপর রমজান মাসের শুরু থেকেই সরেজমিনে বাজারদর মনিটরিং শুরু করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার খোদ জেলা প্রশাসক মো. কামাল হোসেন নিজেই বাজার মনিটরিং করেছেন।

গতকাল বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত শহরের বড় বাজার, এ ছালাম শপিং কমপ্লেক্স, আইবিপি রোডসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় কাঁচা তরকারির দোকান, মুদি দোকান, কাপড়ের শোরুমকে অর্থদণ্ড এবং রেস্তোরাঁসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকি।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের বড় বাজার এলাকায় মূল্যতালিকা সংরক্ষণ না করা, অবৈধভাবে রাস্তার ওপর পণ্য রাখা ও ধার্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায়ের কারণে দুই ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর আইবিপি সড়কে মোজাফফর স্টোর নামের মুদি দোকানে অভিযান চালানো হয়। ওই দোকানকে অতিরিক্ত মূল্য আদায় ও অনুমোদনবিহীন খেজুর বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিত্যপণ্যের বাজারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন কাপড়ের দোকানেও। শহরের এ ছালাম মার্কেটের শাকিব বস্ত্রবিতানকে নির্ধারিত মূল্যতালিকা না টাঙানোয় ও বেশি দামে কাপড় বিক্রির অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ওই মার্কেটের অন্যান্য দোকানের মালিকদের সতর্ক করা হয়।

এরপর সমবায় সুপার মার্কেটসংলগ্ন পোশাক বিপণিকেন্দ্র মেগামার্টে অভিযান চালানো হয়। ওই বিপণিকেন্দ্রে ১ হাজার ৪০০ টাকার কাপড় ৪ থেকে ৫ হাজার টাকায় এবং ৫ হাজার টাকার কাপড় ১৯ থেকে ২২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল। এই দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশের সানা ক্লথিং স্টোরকে একই অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকি বলেন, প্রতিটি দোকান বিশেষ করে কাপড়ের দোকানগুলোকে প্রকাশ্যে মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পুরো রমজান মাসে এ ধরনের অভিযান আরও পরিচালনা করা হবে।