৫ বছরেও খোঁজ মেলেনি স্বেচ্ছাসেবক লীগ নেতা হান্নানের
জামালপুরের সরিষাবাড়ীর বাসিন্দা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ঢাকার তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ আবদুল হান্নান নিখোঁজের পাঁচ বছর হলেও পুলিশ তাঁকে উদ্ধার করতে পারেনি। তাঁকে জীবিত বা মৃত উদ্ধার করে দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে তাঁর পরিবার।
হান্নানের পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, তিনি ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে ঢাকার ইন্দিরা রোডের বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। তিনি বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি ছিলেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তিনি ২০১১ সালের ১ জুন উপাধ্যক্ষ (সৃষ্টপদ-২) পদে তেজগাঁও কলেজে নিয়োগ পান।
হান্নানের নিখোঁজের ঘটনায় তাঁর স্ত্রী তেজগাঁও কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক আফরোজা সুলতানা বাদী হয়ে ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামী সৎ রাজনীতিবিদ ছিলেন। তাঁর সঙ্গে কারও বিরোধ ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার দাবি, আমার স্বামীকে মৃত বা জীবিত উদ্ধার করে দেওয়া হোক।’
আবদুল হান্নানের ছোট ভাই সরিষাবাড়ী সরকারি পাইলট বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুর রহমান ভাইকে খুঁজে বের করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।
সরিষাবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, আবদুল হান্নানকে মৃত বা জীবিত উদ্ধার করে না দেওয়া হলে সরিষাবাড়ীতে আন্দোলনের ডাক দেওয়া হবে। তাঁকে খুঁজে বের করে পরিবারের কাছে দেওয়ার দাবি জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন।