হাতিরঝিলে ১৬ কিশোর আটক, পুলিশের কয়েকটি দল মোতায়েন
রাজধানীর হাতিরঝিল থেকে ১৬ কিশোরকে আটক করেছে পুলিশ। সেখানে ঘুরতে আসা লোকজনকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। পরে তাদের মা-বাবার জিম্মায় দেওয়া হয়।
আজ বুধবার বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখা পরিচালিত ফেসবুক পেজে সম্প্রতি একজনের করা অভিযোগের ভিত্তিতে হাতিরঝিল থানার পুলিশ এ অভিযান চালায়। পুলিশের ওই ফেসবুক পেজে সংশ্লিষ্ট ব্যক্তি অভিযোগ করেন, হাতিরঝিল এলাকায় ঘুরতে আসা লোকজনকে কিছু কিশোরের হাতে হয়রানির শিকার হতে হচ্ছে। পরে এ অভিযোগ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবসর কাটাতে আসা মানুষের বিনোদনকাল স্বস্তিদায়ক করতে আজ বুধবার থেকে হাতিরঝিলে পোশাকে ও সাদাপোশাকে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশের মোবাইল পেট্রোল টিমও দায়িত্ব পালন করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাতিরঝিল থেকে আটক ১৬ ওই কিশোরের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে কোনো মামলা মুলতবি পাওয়া যায়নি। এ জন্য তাদের নিজ নিজ মা-বাবার জিম্মায় দেওয়া হয়।