সৈয়দপুরে শিশুকে ধর্ষণের মামলায় তরুণ গ্রেপ্তার
দিনমজুর মা–বাবা কাজের সন্ধানে গেছেন বাইরে। বড় ভাইটিও শহরে। এ সুযোগে বাড়িতে একা পেয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের চেষ্টা করেন এক তরুণ। মঞ্জুর হোসেন (২৫) নামের ওই তরুণকে গতকাল রোববার রাতেই গ্রেপ্তার করেছে নীলফামারীর সৈয়দপুর থানা–পুলিশ।
এলাকাবাসী জানান, দিনেরবেলায় কাজের খোঁজে মেয়েটির মা–বাবা বাইরে যান। বড় ভাইও ছিলেন সৈয়দপুর শহরে। এ সুযোগে মেয়েটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন ওই তরুণ। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। পরে মেয়েটির ভাই রাতে বাড়িতে ফিরে বোনকে সঙ্গে নিয়ে থানায় যান। তিনি বাদী হয়ে একটি মামলা করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, মামলার পরিপ্রেক্ষিতে ধর্ষণচেষ্টাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।