সিলেট বিমানবন্দরে ২ কেজি সোনাসহ আটক ১
সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৭৫ গ্রাম সোনাসহ এক ব্যক্তিকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। আটক করা সোনার বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।
আটক করা ব্যক্তির নাম মোমিন উদ্দিন আহমেদ (২৫)। তাঁর বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার সিটিং গ্রামে।
বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া ৯টার দিকে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কাস্টমস কর্মকর্তারা গোপন তথ্যের ভিত্তিতে এ ফ্লাইটের যাত্রী মোমিন উদ্দিন আহমেদের শরীর তল্লাশি করে ২২টি সোনার বার উদ্ধার করেন। বারগুলো মোমিন উদ্দিনের দুই জুতার নিচে ১১টি করে লুকানো ছিল।
কাস্টমসের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন পাহলোয়ান প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাঁরা ওই যাত্রীর শরীর তল্লাশি করেন। ওই যাত্রী ঘন ঘন বিদেশ যেতেন। আটক করা বারগুলো বর্তমানে কাস্টমসের হেফাজতে রয়েছে। আটক করা ব্যক্তির বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।