সাগরে জলদস্যুর হামলা, মাঝি নিহত
বরগুনার পাথরঘাটাসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে জলদস্যুর হামলায় এক মাঝি নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে পাথরঘাট থানার পুলিশ নিশ্চিত করেছে।
নিহত মাঝির নাম আল আমিন সরদার (৪০)। তিনি সদর উপজেলার ধলুয়া ইউনিয়নের মরখালী গ্রামের বাসিন্দা। মাছ ধরার ট্রলার এফ বি তামান্না শারমিনে গতকাল ডাকাতির ঘটনা ঘটে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ শিকদার এবং ট্রলার এফ বি তামান্না শারমিনের মালিক তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ট্রলারমালিকের বরাত দিয়ে আড়তদার হাফিজুর রহমান বলেন, গত মঙ্গলবার বরগুনার মোল্লা হোরা ঘাট থেকে এফ বি তামান্না শরমিনে একদল জেলে মাছ ধরতে যান। গতকাল রাত ১০টার দিকে সাগরের পক্ষীদিয়াসংলগ্ন এলাকায় জলদস্যুরা হামলা চালায়। গুলিতে সহকারী মাঝি আল আমিন সরদার নিহত হন। এ সময় তাঁর ছেলে সঙ্গে ছিল। যেখানে হামলা হয়, সেই এলাকা পাথরঘাটা থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে।
ওসি হানিফ শিকদার বলেছেন, ‘নিহত মাঝির বুক ও পেটে গুলি লেগেছে। ওই আঘাতেই তাঁর মৃত্যু হয়। আমি লাশ দেখেছি।’