শিক্ষক স্বপন কুমারকে অবমাননার প্রতিবাদে চবিতে শিক্ষকসহ দুজনের অবস্থান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে হেনস্তার প্রতিবাদে অবস্থান নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দা।

ওই শিক্ষকের নাম গোলাম হোসেন হাবীব। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। আর আবদুল হক স্থানীয় বাসিন্দা।

আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অবস্থান নেন তাঁরা। এ সময় তাঁদের হাতে ‘আমিও স্বপন কুমার বিশ্বাস’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

শিক্ষক গোলাম হোসেন হাবীব প্রথম আলোকে বলেন, নড়াইলে শিক্ষক অবমাননার এমন ঘটনা ন্যক্কারজনক। ফেসবুকে স্বপন কুমার বিশ্বাসের ছবি ঠিকই ছড়িয়ে পড়েছে। কিন্তু এ ঘটনায় যাঁরা জড়িত, তাঁরা কেউ চিহ্নিত হয়নি। শিগগির জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে হবে। তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন এমন ঘটনা পুনরায় না ঘটে।

এক শিক্ষার্থীর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের ওপর হামলার ঘটনা ঘটেছে। অধ্যক্ষকে অবমাননার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।