মির্জাপুরে ডাকাতের কবলে ট্রাকচালক, নিহতের অভিযোগ

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতের কবলে পড়ে মজিবর রহমান (৫০) নামের এক ট্রাকচালক প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মির্জাপুরের পোস্টকামুরী এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির বাড়ি ঢাকার সাভার উপজেলার বলিয়ারপুর কুন্ডা গ্রামে।

পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চালকের সহকারী রংপুরের মিঠাপুকুর উপজেলার বধরুককালাই গ্রামের সাকী মিয়ার ছেলে হাসানকে (২০) আটক করেছে।

পুলিশকে হাসান বলেছেন, তিনি ছোটবেলা থেকে সাভারের বলিয়ারপুরে থাকেন।

গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে তাঁরা দিনাজপুরের মধ্যপাড়া এলাকা থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে ঢাকা-আরিচা সড়কের বারবাইরার দিকে রওনা হন। রাত তিনটার দিকে ট্রাকটি মির্জাপুরের পোস্টকামুরী চড়পাড়া এলাকায় পৌঁছায়। তাঁদের ট্রাক নিয়ে চড়পাড়া থেকে মির্জাপুরের পুরাতন সড়ক হয়ে মির্জাপুর-উয়ার্শী-বালিয়া সড়ক দিয়ে বারবাইরা যাওয়ার কথা ছিল।

কিন্তু ভুলবশত তাঁরা মির্জাপুর বাইপাসে ঢুকে পড়েন। তাঁরা সড়ক বিভাজকের কারণে মির্জাপুর আন্ডারপাস দিয়ে ঘুরে এসে মির্জাপুর-উয়ার্শী-বালিয়া সড়কে যাওয়ার পরিকল্পনা করেন। সামনে যানবাহন থাকায় তাঁদের ট্রাকটি খুবই ধীরগতিতে চলছিল।

একটু সামনে এগিয়ে পোস্টকামুরী সেতুর কাছে গেলে তাঁরা অস্ত্রধারী ডাকাতের কবলে পড়েন। ডাকাত দলের সদস্যরা ট্রাকের দরজার কাছে গিয়ে অস্ত্র উঁচিয়ে মালামাল লুটে নেওয়ার চেষ্টা করেন। চালক ও তিনি ট্রাক রেখে দৌড় দেন।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন বলেন, রাস্তার পাশে মরদেহ পড়ে থাকার খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে চালকের সহকারী হাসানকে মরদেহের পাশে কাঁদতে দেখে পুলিশ। পরে পুলিশ চালকের মরদেহ উদ্ধার ও চালকের সহকারীকে আটক করে। চালকের সহকারীর কথা কিছুটা অসংলগ্ন মনে হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।