২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মায়ের কোলজুড়ে একসঙ্গে তিন মেয়ে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আধা ঘণ্টার ব্যবধানে তিনটি কন্যাশিশুর জন্ম দিলেন এক মা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তানদের জন্ম দেন তিনি। তাঁর কোনো অস্ত্রোপচার লাগেনি। স্বাভাবিক নিয়মে তিন সন্তানের জন্ম দিয়েছেন এই মা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রসবব্যথা নিয়ে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামের রিকশাচালক মো. শরিফ হোসেনের স্ত্রী জ্যোতি বেগম (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আধা ঘণ্টার ব্যবধানে তিনটি কন্যাশিশুর জন্ম দেন তিনি। এক সন্তানের ওজন ৭০০ গ্রাম, বাকি দুটির ৫০০ গ্রাম করে। স্বাভাবিক ওজনের চেয়ে কম ওজন হওয়ায় চিকিৎসকেরা ওই দম্পতিকে শিশুদের ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যেতে বলেন। কিন্তু হাতে টাকা-পয়সা না থাকায় তাঁরা সন্তানদের নিয়ে বাড়িতে চলে যান।

দায়িত্বে থাকা কয়েকজন নার্স বলেন, জ্যোতি বেগম আগেও একটি মেয়ের জন্ম দিয়েছিলেন। তবে জন্মের কিছুদিন পর মেয়েটি মারা যায়। একসঙ্গে তিন মেয়ে হওয়ায় তেমন খুশি নন শরিফ-জ্যোতি দম্পতি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. হানিফ বলেন, তিনটি শিশুর ওজন খুবই কম। আকারে অনেক ছোট। তবে স্বাভাবিক নিয়মে সন্তানদের জন্ম দিয়েছেন এই মা। মাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। সন্তানদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। তবে সন্তানদের নিয়ে বাড়ি চলে গেছেন মা-বাবা।