মাদকাসক্ত ভাইকে হত্যায় দুই ভাই গ্রেপ্তার

হত্যা
প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় মাদকাসক্ত এক ভাইকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে অপর দুই ভাইয়ের বিরুদ্ধে। আজ বুধবার বিকেলে দক্ষিণ বাড্ডার মায়াকুঞ্জের চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

ওই বাড়ি থেকে সৈয়দ আবদুল আলা (৪৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ মো. আলী (৩৮) ও সৈয়দ মুসা মনি (৩৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা দুই ভাই। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাড্ডা থানার পরিদর্শক ইয়াছিন গাজী।

পুলিশ জানায়, রাজধানীর বাড্ডায় মাদকের টাকা না পেয়ে সৈয়দ আবদুল আলা তাঁর বাবা সৈয়দ আবদুস সালামকে (৯১) লাঠি দিয়ে আঘাত করেন। ক্ষিপ্ত হয়ে অপর দুই ভাই আবদুল আলাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

পুলিশ আরও জানায়, মায়াকুঞ্জের দোতলার একটি ফ্ল্যাটে সৈয়দ আবদুস সালাম তাঁর তিন ছেলেকে নিয়ে থাকতেন। তাঁর ছয় ছেলে দুই মেয়ে। যে তিন ছেলেকে নিয়ে থাকতেন, তাঁরা বেকার। বাকি তিন ছেলে দুই মেয়েই খরচ চালাতেন। সৈয়দ আবদুল আলা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি নিয়মিত বাবা ও দুই ভাইকে মারধর করতেন। বুধবার সকালে তিনি নেশার টাকার জন্য বাবাকে লাঠি দিয়ে পেটাতে থাকেন।

বাড্ডা থানার পরিদর্শক ইয়াছিন গাজী বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সৈয়দ আবদুল আলার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।