মাতুয়াইলে নব্য জেএমবির দুই সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর মাতুয়াইলে গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের একজন সাকিব আহমেদ চৌধুরী ওরফে জাকি এবং অন্যজন বয়সে কিশোর। তাঁদের কাছ থেকে দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া জঙ্গিরা ঢাকা শহরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার জন্য মাতুয়াইলে অবস্থান করছিলেন। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহিংস উগ্রবাদী মতাদর্শে অনুপ্রাণিত হয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অনলাইনের মাধ্যমে নব্য জেএমবির শীর্ষ নেতাদের বিভিন্ন স্তরের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতেন। সাকিব সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে ইন্টারনেটে ফ্রিল্যান্সিং কাজে যুক্ত ছিলেন। আর ওই কিশোর সিলেট সরকারি প্রাথমিক পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।

কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশনের সহকারী কমিশনার (এসি) আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া দুই নব্য জেএমবির সদস্যকে কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে পূর্বে করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের ১০ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে এই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।