মরা গরুর মাংস বিক্রি, একজনকে এক মাসের কারাদণ্ড

কারাগার
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরের নিজমাওনা গ্রামে মরা গরু জবাই করে মাংস বিক্রি করার অপরাধে বেলাল উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ শাস্তি দেন। বেলালের বাড়ি উপজেলার মাওনা ইউনিয়নের নিজমাওনা গ্রামে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মুশতারী। তিনি প্রথম আলোকে বলেন, অসুস্থ হয়ে মরে যাওয়া গরু জবাই করে সেই মাংস লোকজনের কাছে বিক্রি করেছিলেন বেলাল উদ্দিন। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। বেলাল উদ্দিন অভিযোগ স্বীকার করেছেন। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।